close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

লন্ডনে পাবলিক পরিবহনে তারেক রহমানের যাতায়াত।

Faisal Hossain avatar   
Faisal Hossain
লন্ডনে সাধারণ মানুষের মতো জীবনযাপন করেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায়ই পাবলিক পরিবহনে চলাফেরা করতে দেখা যায় তাঁকে।..

পরিবারের জন্য নিজেই করেন বাজার। সাক্ষাৎ প্রার্থীদের সঙ্গে দেখা করেন লন্ডন শহরের অদূরে কিংস্টনের সাদামাটা কোন রেস্তোরাঁ বা কফি শপের অলিন্দে।

 

শুক্রবার দেখা গেছে, কিংস্টন টাউন সেন্টারে যাওয়ার জন্য তারেক রহমান সাধারণ যাত্রীদের সঙ্গে বাস স্টপে অপেক্ষা করছেন। অত:পর সর্বসাধারণের সঙ্গে পাবলিক বাসে উঠে কার্ডের মাধ্যমে ভাড়া মিটিয়ে সিটে গিয়ে বসেন। 

আপন গন্তব্যে পৌঁছে আবার নেমে যাচ্ছেন।

লোকাল বাসে চলাচলের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি দলের গুরুত্বপূর্ণ পদে থেকেও তার গণপরিবহন ব্যবহারের এই দৃশ্য নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে।

 

স্থানীয় বিএনপি নেতারা জানান, তিনি যুক্তরাজ্যে বসবাসকালীন সময়ে কোনো ভিআইপি সুবিধা গ্রহণ না করে সাধারণ মানুষের মতো জীবন যাপন করে আসছেন। কোন জৌলুস নেই, বিলাসী আয়েশ নেই। যা তাঁর বিনয়, সাধারণ জীবন ধারণ এবং জনগণের সঙ্গে আত্মিক সংযোগের প্রকৃত প্রতিফলন।

 

বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজেও তারেক রহমানের জীবন যাপনের চিত্র তুলে ধরা হয়েছে।

Nenhum comentário encontrado