লন্ডনে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য মোস্তাফিজুর রহমান মামুন..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
মোস্তাফিজুর রহমান মামুন বক্তব্যে বলেন, “এই ধরনের ক্রীড়া আয়োজন প্রবাসে তরুণদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:  অত্যন্ত সাড়ম্বরে অনুষ্ঠিত হয়ে গেল আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। লন্ডনে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।

অনুষ্ঠানে তারেক রহমান তার বক্তব্যে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং প্রবাসে থেকেও তরুণ প্রজন্মকে ক্রীড়ার মাধ্যমে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি আরাফাত রহমান কোকো’র ক্রীড়ানুরাগ ও খেলাধুলার প্রতি অবদানের স্মৃতিচারণ করে বলেন, "কোকো ছিলেন যুব সমাজের প্রেরণা, তার স্মৃতিকে ধারণ করে এই টুর্নামেন্ট তরুণদের মাঝে ইতিবাচক বার্তা পৌঁছে দিচ্ছে।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সম্মানিত সদস্য ও ভালুকা উপজেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য, আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মামুন বক্তব্যে বলেন, “এই ধরনের ক্রীড়া আয়োজন প্রবাসে তরুণদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আরাফাত রহমান কোকো যে ভাবে ক্রীড়াকে ভালোবেসেছেন, আজ তার নামে আয়োজিত এই টুর্নামেন্ট সেই ভালোবাসারই ধারাবাহিক বহিঃপ্রকাশ।”

পুরস্কার বিতরণী পর্বে বিজয়ী ও রানারআপ দলগুলোর মাঝে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা। এছাড়াও কয়েকজন কৃতি খেলোয়াড়কে ব্যক্তিগত সম্মাননাও প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউরোপ বিএনপি নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের প্রবাসী নেতারা। পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয় এবং প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা ছড়িয়ে পড়ে।

Tidak ada komentar yang ditemukan