ফাইনালে লর্ডসে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া বনাম সাউথ আফ্রিকা। এই ম্যাচ দিয়েই নির্ধারণ হবে, কে মুকুট জেতার মোক্ষম দাবিদার। এই ম্যাচের পরেই বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ দিয়েই শুরু হবে পরবর্তী ২০২৫-২৭ চক্রের আসর। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ জুন (গলে) ও দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ২৫ জুন।
টেস্ট সিরিজ কে সামনে রেখে প্রেস কনফারেন্সে অধিনায়ক নাজমুল শান্ত বলেন, ‘গত বছর আমরা সাতে শেষ করেছি। অবশ্যই লক্ষ্য থাকবে, যাতে এ বছর ৪, ৫ বা ৬ এর মধ্যে আসতে পারি। তাহলে খুবই ভালো হয়। গত বছর উইনিং পারসেন্টেজ ৪৫ (আসলে ৩৩.৩) বা এরকম ছিলো। এখান থেকে যদি একটু বাড়াতে পারি; ৫০, ৫৫, ৬০ হলে ক্যাপ্টেন হিসেবে (সেটা) আমার ভালো অ্যাচিভমেন্ট হবে।’
তিনি আরো বলেন, ‘২০২৫-২৭ সার্কেলে ভালো করতে হবে। এটা অনেক গুরুত্বপূর্ণ, একটা ওয়ার্ল্ড কাপের মতো। এখানে ভালো করতে পারলে ক্যাপ্টেন হিসেবে ভালো লাগবে। আপনি যদি দেখেন যে এ বছর আমাদের যে ১২টা টেস্ট ম্যাচ আছে, তার প্রতিটা দলই কিন্তু শক্তিশালী। সহজ হবে না, অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হবে। তো সবাই একসাথে এফোর্ট দিলে ভালো রেজাল্ট করা সম্ভব।’
দুটি টেস্ট ছাড়াও শ্রীলঙ্কা সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-২০ রয়েছে। যাকে সামনে রেখে বেশ কয়েকজন ক্রিকেটারের আজ শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেওয়ার কথা। বাকি সদস্যরা যাবেন আগামীকাল।
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			