close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

লালমনিরহাটের  জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মানব ব ন্ধন

Akm Kaysarul Alam avatar   
Akm Kaysarul Alam
এ কে এম কায়সারুল আলম, লালমনিরহাট করেসপন্ডেন্ট

লালমনিরহাট সদর উপজেলার ১নং মোগলহাট ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কর্ণপুর সরকারটারী এলাকার নিরীহ মানুষের ওপর একের পর এক মিথ্যা মামলা ও প্রতারণার অভিযোগে অভিযুক্ত মোঃ জাহাঙ্গীর আলমের  বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) জুমার নামাজের পর মোগলহাট ইউনিয়নের কর্ণপুরস্থ সরকার টারী জামে মসজিদের সামনের সড়কে এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মোগলহাট ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, মোগলহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল মজনু, সাবেক ইউপি সদস্য আবুল হোসেন এবং ৩নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য জোনাব আলী প্রমুখ।

এ সময় ইউনিয়নের ১,২ ও ৩নং ওয়ার্ডের কর্ণপুর, সরকারটারী, চওড়াটারী, মন্ডলটারী, গাড়িয়ালটারী, পূর্ব ব্যাপারীটারী, খানাটারী, মাঝাটারী ও কাটানদিঘী এলাকার হাজারো নারী-পুরুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা মোঃ জাহাঙ্গীর আলম কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, ঘটনার সুষ্ঠু তদন্ত ও তার বিরুদ্ধে আইনানুগ শাস্তির দাবি জানান।

এদিকে ২১ এপ্রিল দুর্নীতি দমন কমিশনের গণশুনানীতে মোঃ জাহাঙ্গীর আলমের অংশগ্রহণ এবং তার বিরুদ্ধে প্রতারণামূলক কার্যক্রমের অভিযোগের প্রেক্ষিতে লালমনিরহাটের পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসীর পক্ষ থেকে মোঃ মেহেদী হাসান।

অভিযোগে বলা হয়, মোঃ জাহাঙ্গীর আলম একজন পেশাদার প্রতারক ও মামলাবাজ। সে একই জমি একাধিক ব্যক্তির কাছে বিক্রি করে মোটা অঙ্কের টাকা নিলেও রেজিস্ট্রি সম্পন্ন করে না। বরং ভুক্তভোগীরা টাকা ফেরত চাইলে তাদের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা দায়ের করে হয়রানি করে। এমনকি নিজের মেয়ের বিয়েও মেনে নেওয়ার পর জামাতার বাড়িতে গিয়ে আপ্যায়িত হয়ে পরে জামাতাকে মারধর করে তাড়িয়ে দেন এবং মিথ্যা মামলায় ফাঁসান।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, এলাকাবাসী বিচার চাইলেও তিনি স্থানীয় সালিশে হাজির হন না বরং আইনের অপব্যবহার করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন।

এলাকাবাসীর পক্ষ থেকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে মোঃ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

کوئی تبصرہ نہیں ملا