লালমনিরহাটে শ্বশুরবাড়িতে আগুন, অভিযুক্ত জামাই

Akm Kaysarul Alam avatar   
Akm Kaysarul Alam
এ কে এম কায়সারুল আলম, লালমনিরহাট করেসপন্ডেন্টঃ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় নেশার টাকা না পেয়ে শ্বশুরবাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠেছে কাবুল মিয়া (৩৪) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ঘরের আসবাবপত্রসহ দুটি গরু ও পাঁচটি ছাগল পুড়ে মারা গেছে।

ঘটনাটি ঘটেছে সোমবার (২৫ আগস্ট) গভীর রাতে উপজেলার কাশিরাম গ্রামে।

অভিযোগে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদক ও জুয়ার সঙ্গে জড়িত কাবুল মিয়া স্ত্রী ও শাশুড়ির কাছে নিয়মিত টাকা চাইতেন। টাকা না দিলে গালাগালি ও মারধর করতেন। সোমবার সকালে স্ত্রী মমতা বেগম টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি ঘরে আগুন দেওয়ার হুমকি দেন। রাতে স্ত্রী ও শাশুড়ি ঘুমিয়ে পড়লে তিনি ঘরে আগুন ধরিয়ে দেন।

প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করলে কাবুল আশপাশের বৈদ্যুতিক মোটরের সংযোগ কেটে দেন। এতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) রমজান আলী জানান, এ ঘটনায় কাবুল মিয়ার স্ত্রী মমতা বেগম লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত কাবুল মিয়া তুষভান্ডার ইউনিয়নের বৈরাতী গ্রামের আহের আলীর ছেলে। বিয়ের পর থেকে তিনি শ্বশুরবাড়ি কাশিরামে বসবাস করছিলেন। তাদের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত কাবুল পরিবারকে নানাভাবে হয়রানি করে আসছিলেন।

No comments found