বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমনিরহাট রেলওয়ে স্টেশন এলাকায় এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাসে সবসময় পালিয়ে যাওয়ার প্রবণতা দেখা গেছে। অপরদিকে বিএনপি দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় লড়াই-সংগ্রামের ইতিহাস বহন করে আসছে। তিনি আরও দাবি করেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিকামী মানুষকে ঐক্যবদ্ধ করে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিলেন।
আলোচনায় তিনি বর্তমান সরকারকে জনগণ থেকে বিচ্ছিন্ন ও ইতিহাস বিকৃত করার অভিযোগও তোলেন। তাঁর ভাষায়, “বিএনপি সব সময় জনগণের পাশে ছিল এবং থাকবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল সাত্তার। এ সময় জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দসহ জেলার পাঁচ উপজেলা থেকে আগত অন্তত ১০ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রেলওয়ে স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়।