close

লাইক দিন পয়েন্ট জিতুন!

লালমনিরহাটে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো গৃহবধুর..

Akm Kaysarul Alam avatar   
Akm Kaysarul Alam
এ কে এম কায়সারুল আলম,লালমনিরহাট করেসপন্ডেন্টঃ

লালমনিরহাটের কালীগঞ্জে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় নিলিমা রানী (৪৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার মদাতি ইউনিয়নের খালিসা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিলিমা রানী ওই গ্রামের সবজি বিক্রেতা কামিনী রায়ের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চামটারহাট-কালীগঞ্জ বাইপাস সড়কে নিজ বাড়ির সামনে বোরো ধানের খড় শুকাচ্ছিলেন নিলিমা রানী। এ সময় চামটা বাজার থেকে একজন সহযাত্রী নিয়ে কালীগঞ্জ থানায় ফিরছিলেন কনস্টেবল আশিক। পথে গৃহবধূ নিলিমা রানীকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি তার শরীরের উপর দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে কিছুক্ষণ পরই তিনি মারা যান।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক। তিনি উপস্থিত জনতা ও নিহতের পরিবারের সঙ্গে তাৎক্ষণিক সমঝোতা করে লাশ দাহ করার অনুমতি দেন।

প্রত্যক্ষদর্শী স্বরসতি রানী বলেন, নিলিমা রানী তার নিজের সাইডে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ বেপরোয়া গতিতে একটি মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং তার বুকের ওপর দিয়ে চলে যায়। আমরা তাকে দ্রুত উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে সে মারা যায়।
এ বিষয়ে ওসি সেলিম মালিক বলেন, “সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) অফিসে কাজ শেষে ফেরার পথে কনস্টেবল আশিকের মোটরসাইকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাহ করার অনুমতি দেওয়া হয়েছে।”

No se encontraron comentarios