close

লাইক দিন পয়েন্ট জিতুন!

লালমনিরহাটে প্রতিবন্ধী নারী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার..

Md Sabbir Hossain avatar   
Md Sabbir Hossain
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে শাহীন ইসলাম (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর এ তথ্য নিশ্চিত ..

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে শাহীন ইসলাম (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর এ তথ্য নিশ্চিত করেছেন।  

গ্রেপ্তারকৃত শাহীন ইসলাম একই উপজেলার সারপুকুর ইউনিয়নের সরলখাঁ গ্রামের শওকত আলীর ছেলে ও পেশায় ফেরিওয়ালা। ওসি আলী আকবর জানান, শনিবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা শাহীনকে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন। এরপর রাতে ওই নারীর বাবা আদিতমারী থানায় মামলা দায়ের করেন।  

ঘটনার বিস্তারিত তুলে ধরে পুলিশ জানায়, শনিবার বিকেলে বাড়িতে একা থাকা বাক ও শ্রবণ প্রতিবন্ধী নারীর সঙ্গে অসদাচরণের সুযোগ নেন শাহীন। এ সময় নারীর ছোট ভাই বাড়িতে এলে তিনি শাহীনকে আটক করেন। পরে এলাকাবাসীরা তাকে পিটিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।  

ওসি আলী আকবর বলেন, ‘‘অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ধর্ষণের চেষ্টার অভিযোগে শাহীনকে গ্রেপ্তার করা হয়েছে। নারীটিকেও নিরাপদ স্থানে রাখা হয়েছে। রোববার তাকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হবে।’’  

স্থানীয় সূত্রে জানা যায়, নারীটি দীর্ঘদিন থেকে শারীরিক প্রতিবন্ধকতায় ভুগছেন। তার পরিবারের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, শাহীন প্রভাবশালী চক্রের সহায়তায় আইনের ফাঁকফোকর দিয়ে পার পেতে পারেন। তবে পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  

এ ঘটনায় আদিতমারীতে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় পরিবেশ। মানবাধিকার সংগঠনগুলো ন্যায়বিচারের দাবিতে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে। পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাটি তদন্তে জোরদার তৎপরতা চালাচ্ছেন বলে জানানো হয়েছে।

No comments found