close

লাইক দিন পয়েন্ট জিতুন!

লালমনিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে বরকত ট্রাভেলস বাস খাদে, আহত ৬..

Akm Kaysarul Alam avatar   
Akm Kaysarul Alam
এ কে এম কায়সারুল আলম

লালমনিরহাট থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী বরকত ট্রাভেলসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

গত রোববার (২০ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে লালমনিরহাট-রংপুর মহাসড়কের মহেন্দ্রনগর এলাকায় এ ঘটনা ঘটে । 

একাধিকসূত্রে জানা গেছে, বাসটি দ্রুত গতিতে যাওয়ার সময় অন্য একটি ট্রাককে ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় । বাসে থাকা প্রায় ৩৫ জন যাত্রীর মধ্যে অন্তত ছয়জন গুরুতর আঘাত পেয়েছেন । আহতদের স্থানীয় লোকজন ও পুলিশ উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।


লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, লালমনিরহাট-রংপুর মহাসড়কের মহেন্দ্রনগর এলাকায় বরকত ট্রাভেলসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে হেলে পড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

לא נמצאו הערות