লালমনিরহাটে জুলাই জাগরণ কর্মসূচিতে সমাজ পরিবর্তনের অঙ্গীকার..

Akm Kaysarul Alam avatar   
Akm Kaysarul Alam
এ কে এম কায়সারুল আলম,লালমনিরহাট করেসপন্ডেন্টঃ

 

কায়সারুল আলম সোহাগ, কালীগন্জ (লালমনিরহাট) প্রতিনিধিঃ

লালমনিরহাট জেলার  কালীগঞ্জে অনুষ্ঠিত হলো 'জুলাই জাগরণ' উপলক্ষে সমাজ উন্নয়ন বিষয়ে শপথ অনুষ্ঠান। শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শতাধিক নারী, পুরুষ এবং শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি দুই পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বে কেন্দ্রীয়ভাবে আয়োজিত ভিডিও কনফারেন্সের মাধ্যমে লাখো কণ্ঠে শপথ পাঠে সংযুক্ত করা হয় কালীগঞ্জের অংশগ্রহণকারীদের । দ্বিতীয় পর্বে সমাজ গঠনে নারী ও শিশুর নিরাপত্তা, সচেতনতা ও অংশগ্রহণ নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুকান্ত সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা ফেরদৌসুর রহমান, চন্দ্রপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা রুহুল আমিন এবং ভোটমারী ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন।

कोई टिप्पणी नहीं मिली