close

লাইক দিন পয়েন্ট জিতুন!

লালমনিরহাটে ভুয়া এনজিওর নামে কোটি টাকার প্রতারণা

Akm Kaysarul Alam avatar   
Akm Kaysarul Alam
এ কে এম কায়সারুল আলম, লালমনিরহাট করেসপন্ডেন্টঃ

লালমনিরহাটের আদিতমারীতে ব্যতিক্রম সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড–এর আড়ালে কোটি কোটি টাকা আত্মসাৎ, প্রতারণা, হামলা ও শ্লীলতাহানির ঘটনায় আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। এ মামলায় প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন (৭৮)সহ পাঁচ আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।

চার্জশিটভুক্ত আসামিরা হলেন—আনোয়ার হোসেন (৭৮), রফিকুল ইসলাম (৪২), রুহুল আমিন (৪০), আশরাফুজ্জামান নূর (৩৯) ও নুর হোসেন (৩৪)।

তদন্তে জানা গেছে, আসামিরা গ্রাহকদের কাছ থেকে ডিপিএস ও ফিক্সড ডিপোজিটের নামে কোটি টাকার আমানত সংগ্রহ করেছিল। জমার রশিদ ও আমানত সনদ প্রদান করে প্রতি মাসে মুনাফার প্রতিশ্রুতি দেওয়া হলেও এক পর্যায়ে তারা টাকা ফেরত দেওয়া বন্ধ করে দেয়।

বাদিনী ও সাবেক ফিল্ড অর্গানাইজার মোছাঃ উম্মে কুলসুম অভিযোগে উল্লেখ করেন, তার মাধ্যমেই প্রায় ৯২ লাখ ৬০ হাজার টাকা সংগ্রহ করা হয়েছিল। কিন্তু গ্রাহকরা টাকা ফেরত চাইলে হুমকি, মারধর ও শ্লীলতাহানির মতো ঘটনার শিকার হন।

আদিতমারী থানার এসআই মোঃ মাহফুজার রহমান চার্জশিটে উল্লেখ করেছেন, আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬/৪২০/৩২৩/৩৫৪/৫০৬/১১৪/৩৪ ধারায় অভিযোগ প্রমাণিত হয়েছে। আদালত ইতোমধ্যে পাঁচ আসামিকে জেল হাজতে প্রেরণ করেছে। অন্য আসামিরা এখনও পলাতক রয়েছে।

 

প্রতারিত গ্রাহকরা বলেন,“আমরা ভেবেছিলাম এই টাকায় ছেলে-মেয়েদের পড়াশোনা করাবো, ঘর তুলবো। কিন্তু প্রতারণার ফাঁদে পড়ে সর্বস্ব হারালাম।” তারা আদালতের কাছে ন্যায্য পাওনা ফেরত ও আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।

 

এ ঘটনায় সাধারণ মানুষ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মতে, ভুয়া সমবায় সমিতি ও এনজিওর নামে প্রতারণা দেশের অর্থনীতি ও গ্রামীণ মানুষের আস্থা ধ্বংস করছে।

לא נמצאו הערות