📍নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার।
কক্সবাজার বীচ বাইক মালিক সমবায় সমিতির সহ-সভাপতি রাসেলের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর জালিয়াতির অভিযোগ উঠছে। তার বিরুদ্ধে অভিযোগ— ভাইয়ের নামে চার টি কার্ড ট্যাম্পে স্বাক্ষর জাল করে বিক্রি করেন তিনি।
তবে এখানেই শেষ নয়। রাসেল শুধু নিজের নয়, নামে বেনামে একাধিক "বীচ বাইক কার্ড সহ সৈকতের বিভিন্ন ব্যবসার কার্ড " চালু রেখেছেন। এসব কার্ডের মেয়াদ শেষ হলেও এখনো তার নিয়ন্ত্রণে চলছে।
🔻রাসেলের নামে নবায়ন বিহীন কার্ডগুলো চালু আছে তারমধ্যে:
– চটপটির কার্ড
– চশমার কার্ড
– লাবনি বিচে ভ্রাম্যমান লকার
– বিচ বাইকের কার্ড
_ ডাবের কার্ড
💸 বিভিন্ন সূত্রে জানা যায় প্রতারক রাসেল, বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে “বিচ বাইকের লাইসেন্স করে দেব বলে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। ইনানী ও কক্সবাজার বিচে — দুই এলাকাতেই বহু ব্যবসায়ী প্রতারণার শিকার হয়েছে।
📞 রাসেলকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। এবং তিনি জনসম্মুখে দাপিয়ে বেড়াচ্ছে।
🔊 জনগণের দাবিঃ এখনই গ্রেফতার করুন রাসেলকে!
✅নিজ ভাইয়ের নামে জাল স্বাক্ষর করা ফৌজদারি অপরাধ।
✅ নবায়ান বিহীন কার্ড এখনো চালু রেখে সমবায় আইন ও পর্যটন নিরাপত্তা ভঙ্গ করছে।
✅ কার্ড নবায়ন না করেও চালিয়ে যাওয়া মানেই প্রশাসনিক দুর্বলতা।
🟥 প্রশাসনের প্রতি আহ্বানঃ
এই চক্রকে রুখতে হলে সহ-সভাপতি রাসেলকে অবিলম্বে আইনের আওতায় আনা জরুরি।
বিশেষ অভিযান চালিয়ে তার সকল কার্ড জব্দ ও তদন্ত শুরু হোক।