লাইব্রেরিয়ান ভয়েস এর জার্নাল উদ্ভোধন

Mohammad Masudur Rahman  Talukder avatar   
Mohammad Masudur Rahman Talukder
****

বিশ্ব সাহিত্য কেন্দ্রে আজ বিকাল ৩ ঘটিয়ায় অনুষ্ঠিত হলো  মনিরুল ইসলাম কনক এর সম্পাদনায় জার্নাল অব লাইব্রেরিয়ান ভয়েস এর শুভ উদবোধন অনুষ্ঠান।  

সেই সাথে স্কুল লাইব্রেরিয়ান লিডারশীপ প্রোগ্রাম এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বই পড়ার অভ্যাসের কোন বিকল্প নেই। সেই বইকে পাঠকের হাতে সহজে তুলে দেয়ার জন্য গ্রন্থ, গ্রন্থাগার ও গ্রন্থাগারিক এর ভুমিকা অপরিসীম। কিভাবে আরো সহজে পাঠকদের পাঠাভ্যাস বাড়ানো যায় এবং উক্ত কাজ বাস্তবায়নে কি কি সমস্যা এবং সমস্যা উত্তোরনের পথ সম্পর্কে বিস্তারিত আলোচনায় উঠে আসে।

উক্ত অনুষ্ঠানে রাজধানী সহ দেশের বিভিন্ন স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পেশাজীবী শিক্ষক,গ্রন্থাগারিক,গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

 

没有找到评论