close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

কুতুবদিয়ায় স্কুলছাত্রের উপর হামলার অভিযোগ

Nazrul Islam avatar   
Nazrul Islam
কুতুবদিয়া প্রতিনিধি:

‎কক্সবাজারের কুতুবদিয়ায় পিতার সাথে পূর্ব শত্রুতার জেরে সাদমান সামিন (১০) নামে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার দক্ষিণ মগডেইল এলাকার স্ট্যাডিয়াম মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

ভিকটিম সাদমান সামিন স্থানীয় চাইল্ড কেয়ার একাডেমির ছাত্র। সে জানায়, শুক্রবার সন্ধ্যায় প্রাইভেট পড়তে যাওয়ার সময় পথিমধ্যে কয়েকজন সন্ত্রাসী তার গতিরোধ করে বেধড়ক মারধর করে। হামলায় তার হাত, পা, বুক-পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কতর্ব্যরত চিকিৎসক হাড়ের এক্স-রে সহ উন্নত চিকিৎসার পরামর্শ দেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, হামলাকারীরা একই এলাকার নজির আহমদের ছেলে নুরুল বশর, ফারুক, খাইরুল বশর ও সাদ্দাম। ভিকটিমের পরিবার দাবি করেছে, এর আগের দিন বৃহস্পতিবার সাদমানের বাবা রেজাউল করিম ধান কেটে বাড়ি ফেরার সময়  সড়কে দাঁড়ানো অবস্থায় নুরুল বশরের অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন। এরপর শুক্রবার তার ছেলে সাদমানকে একা পেয়ে নুরুল বশর ও তার ভাইয়েরা হামলা চালায়। প্রথমে সবাই মিলে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় সাদমান চিৎকার করলে এলোপাতাড়ি মারধর করে পালিয়ে যায়।

এ বিষয়ে স্থানীয় প্রত্যক্ষদর্শী রাহাত বলেন, “ঘটনার সময় আমি সেখানে ছিলাম। সাদমানকে কয়েকজন মিলে মারধর করছিল। পরে আমরা গিয়ে তাকে উদ্ধার করি।”

এ বিষয়ে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান হোসেন বলেন, “বিষয়টি জানতে পেরেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

没有找到评论