কুতুবদিয়ায় পর্যটন শিল্পের সম্ভাবনাকে কাজে লাগিয়ে উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে একটি লঞ্চিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ ওয়ার্কশপে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যথোয়াইপ্রু মারমা।
ওয়ার্কশপে বক্তারা কুতুবদিয়ার মনোমুগ্ধকর সৈকত, বাতিঘর, প্যারাবনসহ সম্ভাবনাময় স্থানসমূহকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তোলার জন্য অবকাঠামো উন্নয়ন, প্রচার ও সচেতনতামূলক কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা পর্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহাদাত হোসেন, অফিসার ইনচার্জ (ওসি) আরমান হোসেন, কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.এম. হাছান কুতুবী, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মেজবাহ উদ্দিন, বাংলাদেশ পরিবেশে আন্দোলন (বাপা) কুতুবদিয়া সভাপতি সাংবাদিক নজরুল ইসলাম, এনটিভি প্রতিনিধি আবুল কাশেম, জনস্বাস্থ্য প্রকৌশলী ফরহাদ মিয়া, সমাজসেবা কর্মকর্তার প্রতিনিধি হাছান মুরাদ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
সভায়,সবার মতামতে কুতুবদিয়াকে টেকসই পর্যটন গন্তব্যে রূপান্তরের প্রয়োজনীয়তা উঠে আসে।