close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

কুতুবদিয়ায় পানিতে পড়ে শিশু মৃত্যু প্রতিরোধে সভা

Nazrul Islam avatar   
Nazrul Islam
কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

উপকূলীয় কুতুবদিয়ায় শিশুদের পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হল রুমে কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সিনিয়র সমন্বয়কারী জিয়াউল করিম চৌধুরী এবং প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যথোয়াইপ্রু মারমা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাশ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আ.স.ম শাহারিয়ার চৌধুরী, লেমশীখালী ইউপি চেয়ারম্যান আকতার হোছাইন, উত্তর ধূরুং ইউপি চেয়ারম্যান আবদুল হালিম সিকদার, কৈয়ারবিল ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিউল আলম কুতুবী, কুতুবদিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল ইসলাম, কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিগারুন নাহার, লেমশীখালী ইউপি প্যানেল চেয়ারম্যান নাজেম উদ্দিন নাজু এবং ফ্লাইট লেফটেন্যান্ট কাইমুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শমসের নেওয়াজ মুক্তা।
বক্তারা বলেন, চারপাশে সাগর ও ঘরে ঘরে অরক্ষিত পুকুর থাকায় শিশুদের ডুবে মৃত্যুর ঘটনা বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় কোস্ট ফাউন্ডেশন পুকুরে বেড়া দেওয়া ও নিরাপদ জলাশয় তৈরির উদ্যোগ নিয়েছে।

অভিভাবকদের সচেতনতা, শিশুদের সাঁতার শেখানো এবং স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগে এ ধরনের মৃত্যু কমানো সম্ভব বলে সভায় মত দেওয়া হয়।

Nema komentara


News Card Generator