close

লাইক দিন পয়েন্ট জিতুন!

কুতুবদিয়ায় মোবাইল কোর্ট অভিযানে ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা..

Nazrul Islam avatar   
Nazrul Islam
নজরুল ইসলাম, কুতুবদিয়াঃ

সড়ক নিরাপত্তা ও জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে কুতুবিয়ায় মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।

বুধবার (১৬ জুলাই ২০২৫) দুপুর ৩টা থেকে ৫টা পর্যন্ত কুতুবিয়া উপজেলার বড়ঘোপ ও লেমশীখালী এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদাত হোসেন । সহায়তা করেন কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আরমান হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি টিম।

অভিযানকালে মোট ১০টি মামলায় ১৫,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। মূলত সিএনজি ও মোটরসাইকেল চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং হেলমেট ব্যবহার না করার দায়ে ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’-এর ৬৬, ৯২(১), ৯২(২) ধারা এবং ‘ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯’-এর আওতায় এই জরিমানা প্রদান করা হয়।

‎প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Комментариев нет