close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

কুতুবদিয়ায় গোস্ত ব্যবসায়ীদের কঠোর নির্দেশনা দিলেন বড়ঘোপের চেয়ারম্যান..

Nazrul Islam avatar   
Nazrul Islam
নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ বাজারের গোস্ত ব্যবসায়ীদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছেন বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন।

রবিবার (২১ সেপ্টেম্বর) বাজার ব্যবসায়ীদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, বাজারে গোস্ত বিক্রির সময় গোস্তের আশেপাশে  কুকুর মিলে একাকার হয়ে যায়। কুকুরের কারণে সাধারণ মানুষ বাজারে প্রবেশে ভোগান্তিতে পড়েন। এমনকি কসাইখানায় দায়ের নিচে কুকুরের মাথা দেখা যায়, এতে অনেক সময় বোঝা যায় না ব্যবসায়ীরা গরুর গোস্ত বিক্রি করছেন নাকি অন্য কিছু।

তিনি এ পরিস্থিতিকে অত্যন্ত অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে ব্যবসায়ীদের সতর্ক করেন। একই সঙ্গে বাজারের পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কসাইদের নির্দেশ দেন। কুকুরের প্রবেশ রোধে নেটের ব্যবস্থা করতে এবং স্বাস্থ্যকর পরিবেশে নিয়ম মেনে গরু জবাই করার আহ্বান জানান।

এ ছাড়া বৈধভাবে ব্যবসা পরিচালনার স্বার্থে সংশ্লিষ্ট সকল গোস্ত ব্যবসায়ীদের যথাযথ লাইসেন্স গ্রহণের জন্য একদিন সময় বেঁধে দেন তিনি।

לא נמצאו הערות


News Card Generator