কুষ্টিয়ার নগরজীবন দখলদারদের হাতে: বৃষ্টি হলেই হাঁটু পানি..

Badsha Alamgir avatar   
Badsha Alamgir
কুষ্টিয়া শহর প্রতিদিনই কংক্রিটের জঙ্গলে রূপ নিচ্ছে। একের পর এক বহুতল ভবন উঠছে মাথা উঁচু করে।..

কিন্তু সেই ভবনের ইট, বালু, খোয়া আর নানা ধরনের নির্মাণসামগ্রী রাখা হচ্ছে খোদ সরকারি রাস্তার উপর। শুধু তাই নয়—রাস্তার পাশের ড্রেন ঢেকে বাঁশ দিয়ে বানানো হচ্ছে মাচা। আর সেই মাচার উপর ঢালাওভাবে স্তূপ করে রাখা হচ্ছে বালু ও খোয়া। ফলে বালু-খোয়া ড্রেনের ভেতরে নেমে গিয়ে ড্রেন হয়ে যাচ্ছে অচল। সামান্য বৃষ্টিতেই সড়কে জমে থাকছে হাঁটু পানি, ভোগান্তির শেষ নেই পথচারীদের।

শহরের সাধারণ মানুষ ক্ষোভ ঝেড়ে বলছে—“কুষ্টিয়ার যেন কোনো মা-বাপ নেই। আমরা নিজেরা মানুষ হয়েও মানুষের কষ্ট বুঝি না। সবাই জানি, রাস্তা-ড্রেনে নির্মাণসামগ্রী রাখলে দুর্ঘটনা হয়, জলাবদ্ধতা হয়। কিন্তু তারপরও একই কাজ চলছে বারবার। একদিকে সাধারণ মানুষের বিবেকহীনতা, অন্যদিকে কর্তৃপক্ষের নজরদারির অভাব—এই দুই মিলিয়েই শহরটা বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে।”

কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো: ওয়াহিদুর রহমান বলেন, “আমরা বহুবার নিষেধ করেছি। কিন্তু তারা তো আমাদের সাথে লুকোচুরি খেলে। আমরা নিষেধ করলে সাময়িকভাবে পরিষ্কার করে ফেলে, আবার পরে একইভাবে দখল করে ফেলে রাস্তা-ড্রেন। গত দুইদিন ধরেই নিষেধ করা হয়েছে। আজ আবার নোটিশ পাঠানো হবে। যদি এরপরও না শোনে, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না।”

তবে প্রশ্ন থেকেই যায়—শহরের নাগরিকরা যদি নিজেরাই সচেতন না হয়, তাহলে কতটা কার্যকর হবে এসব উদ্যোগ?

No comments found