কুষ্টিয়া সদর উপজেলা শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর ১৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত..

মোঃ সম্রাট আলী avatar   
মোঃ সম্রাট আলী
****

 

 

কুষ্টিয়া সদর উপজেলা শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (নিবন্ধন নং-৪৯) এর ১৪তম বার্ষিক সাধারণ সভা-২০২৫ কুষ্টিয়া রাইফেল ক্লাবে গতকাল অনুািষ্ঠত হয়। 

 

সভায় প্রধান অতিথি ছিলেন ‘খ’ অঞ্চল কালব ডিরেক্টর মোঃ ওয়াজেদ আলী খান। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া সদরের উপজেলা সমবায় অফিসার মোঃ সাঈদ হাসান এবং  কালবের সহকারী জেলা ব্যবস্থাপক আনিচুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপরেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃএর চেয়ারম্যান মোঃ গোলাম এরশাদ। 

 

অনুষ্ঠানটি পরিচালনা করেন কুষ্টিয়া সদরের টিসিইউ-এর ডিরেক্টর মোঃ মানিয়ার রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম, সেক্রেটারী কাওছার আহম্মেদ, ট্রেজারার নাদিয়া শারমিন, ডিরেক্টর সুলতানা পারভীন, উপজেলা ব্যবস্থাপক হাসানুজ্জামান। এছাড়াও উক্ত ক্রেডিট ইউনিয়নের সদস্যবৃন্দ সভায় উপস্থিত থেকে সভাকে সাফল্য মন্ডিত করেন।

Không có bình luận nào được tìm thấy