close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

কুষ্টিয়ায় স্বামীর হাতে স্ত্রী খুন

Imran Hossain avatar   
Imran Hossain
****

কুষ্টিয়ায় স্বামীর হাতে স্ত্রী খুন, পারিবারিক কলহের জেরে হ ত্যার অভিযোগ 
কুষ্টিয়া শহরের হাউজিং এফ ব্লক এলাকায় ভাড়া বাসায় স্বামীর হাতে স্ত্রী খু★ ন হয়েছে। নিহত গৃহবধূর নাম উর্মি (৩৩) ও অভিযুক্ত স্বামী রানা (৩৬)।ধারণা করা হচ্ছে একদিন আগে তাকে হ★ত্যা করা হয়েছে!তারা দুজনেই পাশাপাশি দোকানে কুষ্টিয়া শহরে রেস্টুরেন্টে ও কাপুড়ের ব্যবসা করতেন বলে জানা গেছে! 

স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের জেরে উর্মিকে হ ত্যা করে পালিয়েছে  তার স্বামী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে কুষ্টিযা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

No comments found