সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর বাঁধ এলাকার পদ্মার চর থেকে এই লাশ উদ্ধার হয়। নিহত হৃদয় এলোঙ্গি গ্রামের ইউনুস আলীর ছেলে।
রবিবার বিকেলে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল হৃদয়। এরপর আর বাড়ি ফেরেনি। রাতভর খোঁজাখুঁজির পর সোমবার সকালে স্থানীয়রা পদ্মার চরে রক্তাক্ত গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পরিবারের সদস্যরা গিয়ে লাশ শনাক্ত করেন।
নিহতের বাবা ইউনুস আলী অভিযোগ করে বলেন, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাঁর ছেলেকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। ছিনতাই হওয়া ভ্যানও উদ্ধার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। এ ছাড়া লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
close
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
কুষ্টিয়া কুমারখালীতে কিশোর ভ্যানচালকের গলাকাটা লাশ উদ্ধার: চারজন আটক....


No comments found