কুষ্টিয়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবপস উদযাপিত

Badsha Alamgir avatar   
Badsha Alamgir
কুষ্টিয়ায় নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার (১২আগস্ট)বেলা ১১টার সময়..

 কুষ্টিয়া যুব ভবন মিলনায়তনে কুষ্টিয়া জেলা প্রশাসন ও কুষ্টিয়া যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে “ প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই শ্লোগান নিয়ে এক আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন করেন কুষ্টিয়া যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. মতিয়ার রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রবণ কুমার সরকার। স্বাগত বক্তব্য রাখেন, কুষ্টিয়া যুব প্রশিক্ষন কেন্দ্রের ডিপুটি কো-অডিনেটর শাহনাজ পারভিন রিপা।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সফল উদ্যোক্তা কুষ্টিয়া সদর উপজেলা মহিলা উন্নয়ন সমিতির নেত্রী জাতীয় যুব ও কমনওয়েল পুরস্কারপ্রাপ্ত নিলুফার আখতার নাসরিন, সফল উদ্যোক্তা ডলফিন আইটি যুব সংস্থার রিমন আহমেদ রনি, সংগঠক কুষ্টিয়া সানমুন ক্লাব ও পাঠাগারের সফল সংগঠক মো. আসাদুজ্জামান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, যুব সংগঠনের প্রতিনিধি, প্রশিক্ষিত যুবক ও যুবতীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলম বলেন, "চাকরির পেছনে না ছুটে নিজেদের মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হতে হবে। বর্তমান সরকার যুব সমাজকে আত্মনির্ভরশীল করতে সহজ শর্তে ঋণসহ সব ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে। এই সুযোগ কাজে লাগিয়ে তরুণদেরই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দিতে হবে। তিনি অরো বলেন, "যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ থেকে দূরে থেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। একটি সুশৃঙ্খল ও উন্নত জাতি গঠনে তরুণদের শক্তি ও মেধার কোনো বিকল্প নেই। "যুব উন্নয়ন অধিদপ্তর সারা বছর ধরে বিভিন্ন ট্রেডে যুবকদের প্রশিক্ষণ দিয়ে আসছে। প্রশিক্ষণ শেষে তাদের স্বাবলম্বী করতে এবং নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টিতে সরকার সহজ শর্তে যুব ঋণ প্রদান করছে। যুব উন্নয়ন অধিদপ্তরের লক্ষ্য হলো কুষ্টিয়ার প্রতিটি যুবককে দক্ষ মানবসম্পদে পরিণত করা।" আলোচনা সভা শেষে জেলার বিভিন্ন উপজেলার মোট ৫০ জন প্রশিক্ষিত যুবক ও যুব মহিলার মাঝে প্রায় ৩০ লক্ষ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। এই ঋণের মাধ্যমে তারা গবাদি পশু পালন, মৎস্য চাষ, বুটিক, আইটি ফার্মসহ বিভিন্ন স্বনির্ভরতা জনক প্রকল্পে বিনিয়োগ করবেন বলে জানা গেছে। যুব সমাজকে দেশের উন্নয়নে সম্পৃক্ত করার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রশিক্ষিত যুবক ও যুব মহিলারা অংশগ্রহণ করেন। এর আগে প্রধান অতিথি ফ্রি ব্লাড গ্রুপিং কার্যক্রম পরিদর্শন করেন এবং কুষ্টিয়া যুব ভবন এলাকায় বিভিন্ন গাছের চারা রোপন করেন।

Ingen kommentarer fundet