কুমিল্লার তিতাস উপজেলায় ইমতিয়াজ ওরফে রিয়াজ (৩০) নামের এক যুবকের গ*লা কা*টা মর*দেহ উদ্ধার করেছে পুলিশ।..

Siam Biswas avatar   
Siam Biswas
****

 

শনিবার (১২ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের দড়িকান্দি এলাকার গৌরীপুর-হোমনা সড়কের পূর্ব পাশ থেকে মর*দেহটি উদ্ধার করা হয়।

নিহত ইমতিয়াজ মেহেন্দিগঞ্জ কাজিরহাটের পূর্ব রতনপুর গ্রামের বাসিন্দা দুলাল হাওলাদারের ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ।

তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্যাহ বলেন, ‘সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যুবকের গ*লা কা*টা মর*দেহটি উদ্ধার করি।

জিয়ারকান্দি ইউনিয়ন এলাকার হোমনা-গৌরীপুর সড়কের পাশে একটি ঝোপের মধ্যে পড়ে ছিল মর*দেহটি। স্থানীয় এলাকার কেউ তাকে চেনেন না বলে জানান। 
পরে প্রাথমিকভাবে নি*হত যুবককের লা*শটি উদ্ধারের পর আমরা পরিচয় শনাক্ত করতে পারি।’
তিনি আরো বলেন, ‘নিহ*তের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে।

ইতিমধ্যে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে লা*শটি পাঠানো হয়েছে।

没有找到评论