close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

কুমিল্লায় ট্রাকচালককে চার টুকরো করে খালে ফেলার অভিযোগে দম্পতি গ্রেপ্তার..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
কুমিল্লার তিতাস উপজেলায় নজরুল ইসলাম ভূইয়া (৩৫) নামে এক ট্রাকচালককে কুপিয়ে হত্যা করে মরদেহ চার টুকরো করে খালে ফেলার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১০ আগস্ট) ভোরে উপজেলার মজিদপুর এলা..

তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদ উল্লাহ জানান, নিহত নজরুল ইসলাম ভূইয়া মজিদপুর ইউনিয়নের শাহাবৃদ্ধি গ্রামের হানিফ ভূইয়ার ছেলে।  গত ৬ আগস্ট রাতে তিনি নিখোঁজ হন। খোঁজাখুঁজি করেও কোন খবর না পেয়ে তার বাবা থানায় নিখোঁজ ডায়েরি করেন। তদন্তে নেমে পুলিশ নজরুলের সর্বশেষ ফোনালাপের তথ্য বিশ্লেষণ করে স্মৃতি আক্তারের নম্বর শনাক্ত করে এবং  স্বামীসহ তাকে আটক করে।

জিজ্ঞাসাবাদে দম্পতি হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। তাদের বর্ণনায় জানা যায়, নজরুল প্রায়ই স্মৃতি আক্তারকে উত্ত্যক্ত করতেন এবং অশোভন প্রস্তাব দিতেন। বিষয়টি স্বামী 'হোসেনকে' জানালে তারা দুজন মিলে হত্যার পরিকল্পনা করেন। ৮ আগস্ট রাতে নজরুলকে ফোনে ডেকে এনে ঘরে প্রবেশের পর কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। 
এরপর মরদেহ চার টুকরো করে চারটি বস্তায় ভরে পাশের খালে ফেলে দেওয়া হয়।

রোববার বিকেলে দম্পতির দেওয়া তথ্য অনুযায়ী মজিদপুর গ্রামের উত্তর পাশের খাল থেকে স্থানীয় জেলেদের সহায়তায় মরদেহের খণ্ডিত দুই হাত উদ্ধার করা হয়। মরদেহের অন্যান্য অংশ উদ্ধারে ডুবুরি তল্লাশি চালাচ্ছে।

ওসি শহিদ উল্লাহ বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। মরদেহের বাকি অংশ উদ্ধারে অভিযান চলছে। পরে বিস্তারিত জানানো হবে।”

স্থানীয় সূত্র জানায়, ঘটনাটি এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, হত্যার পেছনের পুরো উদ্দেশ্য ও অন্য কারও সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখা হবে।

No comments found