close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

কুমিল্লায় অনিয়মে ৪ ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স স্থগিত, একজনের কারাদণ্ড..

এইচ,এম,এ ভূঁইয়া avatar   
এইচ,এম,এ ভূঁইয়া
কুমিল্লায় স্বাস্থ্য খাতে অনিয়মের অভিযোগে চারটি ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স স্থগিত করেছে ভ্রাম্যমাণ আদালত। দুটি প্রতিষ্ঠানকে জরিমানা এবং একজন দালালকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযান পরিচালনা ..

কুমিল্লা | ২৫ আগস্ট ২০২৫ | নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় স্বাস্থ্যসেবার মান নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।  
রবিবার (২৪ আগস্ট) দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পরিচালিত এই অভিযানে চারটি প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স স্থগিত, দুটি প্রতিষ্ঠানকে জরিমানা, এবং একজন দালালকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

 

 লাইসেন্স স্থগিত হওয়া প্রতিষ্ঠান:
- কুচাইতলী সিটি স্ক্যান অ্যান্ড মেডিকেল সার্ভিস  
- মেডিল্যাব ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার  
- ফাস্ট কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার  
- মেডিস্ক্যান ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠান:

- উপশম ডায়াগনস্টিক সেন্টার – ২০,০০০ টাকা  
- হেলথ ভিউ ডায়াগনস্টিক সেন্টার – ২,০০০ টাকা

কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি:-

শিপন হোসেন নামে একজন দালালকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে  

- তিনি হাসপাতাল এলাকায় দালালচক্রের সক্রিয় সদস্য হিসেবে চিহ্নিত হন

🔍 অভিযানে ধরা পড়া অনিয়ম:
- এক্স-রে টেকনোলজিস্ট না থাকা  
- মেয়াদোত্তীর্ণ ফায়ারবক্স  
- চিকিৎসকের স্বাক্ষর ছাড়া রিপোর্ট প্রদান  
- লাইসেন্সবিহীন কার্যক্রম  
- দালালচক্রের সক্রিয়তা

অভিযানের সময় আশপাশের বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার হঠাৎ বন্ধ করে পালিয়ে যায় সংশ্লিষ্টরা।

অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন:

- নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা আল আকছার আশা  
- নওরোজ কোরেশী দীপ্ত  
- ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মোহাম্মদ সারোয়ার আকবর

ডা. সারোয়ার আকবর বলেন, “স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে জেলায় হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।”

没有找到评论