কুমিল্লায় হেযবুত তওহীদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ আগস্ট বিকেলে আয়োজিত এ সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় উপ শিক্ষা ও সাহিত্য সম্পাদক জনাব রাকিব আল হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক মানিক মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা হেযবুত তওহীদের সভাপতি মোঃ ওমর ফারুক।
সভায় মুখ্য আলোচক দেশ ও জাতির চলমান সংকট নিয়ে বিশদ আলোচনা করেন এবং আল্লাহর প্রদত্ত বিধান বাস্তবায়নের মাধ্যমে সেই সংকট নিরসনের পথ তুলে ধরেন।
আলোচনা শেষে বক্তারা সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান।