কিশোরগঞ্জের কুলিয়ারচরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোঃ শামীম (৩২) এবং আল আমিন (২৮) নামে দুই যুবক নিহত হয়েছে। এবং আহত হয়েছে অপর মোটরসাইকেলের আরও অন্তত দুই জন। নিহতরা একই মোটরসাইকেলের যাত্রী বলে জানা যায়।
সোমবার (৩১ মার্চ) দুপুর ২টা ৩০ মিনিটের (আনুমানিক) দিকে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর মধ্য পড়া এলাকায় আগরপুর - পোড়াদিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কুলিয়ারচর উপজেলার পশ্চিম গোবরিয়া এলাকার মৃত পিতাঃ মোহাজ উদ্দিন এর ছেলে মোঃ শামীম (৩২) এবং লক্ষ্মীপুর কাচারি পাড়া এলাকার মোঃ মনু মিয়র ছেলে মোঃ আলামিন (২৮)। নিহতরা পেশায় কাঠমিস্ত্রীর কাজ করতেন বলে জানা যায়।
প্রত্যকদর্শীরা জানান, নিহতরা লক্ষ্মীপুরের দিকে আসার পথে মধ্যপড়া স্থানে অপর দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং অপর একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। এবং অপর মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছে। তবে আহতরা মোটরসাইকেল রেখে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন (পিপিএম) বলেন, কুলিয়ারচর লক্ষ্মীপুরের মধ্যপাড়া এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আরেকজনকে বাজিতপুরের হাসপাতালে নেওয়ার পথে মারা যান। লিখিত অভিযোগ পেলে এ ঘটনায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।