কুলিয়ারচরে মা ও শিশু জেনারেল হাসপাতাল এর উদ্যোগে বিনামূল্যে ক্যাম্পিং..

Ali Sohel avatar   
Ali Sohel
এসময় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে অনেকেই খুশি হয়ে মা ও শিশু জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।..

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মা ও শিশু জেনারেল হাসপাতাল, ভৈরব এর উদ্যোগে ক্যাম্পিং এর মাধ্যমে গর্ভবতী মহিলাদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

রোববার (২২জুন) সকাল ১১টার দিকে কুলিয়ারচর পৌর এলাকার খরকমারা মহল্লায় কুলিয়ারচর উপজেলা বিএনপি'র সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল মিল্লাত এর বাড়িতে অনুষ্ঠিত ক্যাম্পে প্রায় ৮০ জন গর্ভবতী মহিলাকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে তাদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

চিকিৎসা সেবা প্রদান করেন মা ও শিশু জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফজলে রাব্বী (আশিক)। তাকে সহযোগিতা করেন মা ও শিশু জেনারেল হাসপাতালের ওটি ইনচার্জ মোছা. তানিয়া বেগম, সুপারভাইজার তৌহিদা আক্তার (রোকসানা), মার্কেটিং অফিসার শাহিনুর বেগম (পাখী), মার্কেটিং অফিসার মো. জনি মিয়া ও ফার্মাসিস্ট মো. রোমান মিয়া। এসময় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে অনেকেই খুশি হয়ে মা ও শিশু জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

একটি প্রতিষ্ঠানের সত্যিকার মহত্ব মানব সেবার মধ্য দিয়েই প্রকাশ পায়। মানব সেবা শুধু একটি দায়িত্ব নয়, এটি মানবিকতার শ্রেষ্ঠ বহিঃপ্রকাশ। একটি প্রতিষ্ঠানের প্রকৃত মূল্য নির্ধারিত হয় তার অর্থ বা প্রতিপত্তির মাধ্যমে নয়, বরং সেই প্রতিষ্ঠান অন্যদের জন্য কতটা উপকারী হতে পারে তার মাধ্যমে। সমাজে দুঃস্থ, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানব সেবা। মানব সেবা হল নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে কাজ করা। এমনি ভাবে মানব সেবার ব্রত নিয়ে চিকিৎসা সেবায় দৃষ্টান্ত স্থাপন করলেন ভৈরবের মা ও শিশু জেনারেল হাসপাতাল।

Keine Kommentare gefunden


News Card Generator