close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

কুলিয়ারচরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত 

Ali Sohel avatar   
Ali Sohel
আলোচনা সভায় বক্তারা প্রযুক্তিনির্ভর যুব সমাজ গঠনে এবং দেশের অগ্রগতিতে যুবকদের অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করেন।..

"প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি" প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক ও জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার, ১২ আগস্ট উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য যুব র‍্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে সহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বর গিয়ে শেষ হয়। পরে শপথ পাঠ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ-জোহরা। 

সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলতাফ হোসেন মোল্লা’র সঞ্চালনায় অনুষ্ঠানে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার (বিআরডিবি) আনিছুর রহমান, চেতনা পরিবেশ ও মানব উন্নয়ন সংস্থা’র সভাপতি মোহাম্মদ মুছা, সাংবাদিক মো. নাঈমুজ্জামান নাঈম, নারী উদ্যোক্তা সহ যুব উদ্যোক্তাবৃন্দ। 

আলোচনা সভায় বক্তারা প্রযুক্তিনির্ভর যুব সমাজ গঠনে এবং দেশের অগ্রগতিতে যুবকদের অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় প্রশিক্ষণার্থীদের মাঝে ৩ লাখ ৪০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ ও বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক ইমপ্যাক্ট প্রকল্পের প্রশিক্ষনার্থীদের মাঝে ব্যাগ বিতরণ করা হয়। 

Nema komentara