close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ..

Ali Sohel avatar   
Ali Sohel
****

আজ ১৫ অক্টোবর বুধবার কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হয়েছে। সকাল ১১টার দিকে পৌরসভা চত্বরে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াসিন খন্দকার।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি নূরুল মিল্লাত, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম, পৌর কাউন্সিলর ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আদনান আখতার, পৌর কাউন্সিলর ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী, কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার, কুলিয়ারচর পৌরসভার সহকারী প্রকৌশলী আবুল হাসান ভূইয়া, উপসহকারী প্রকৌশলী মো. জসিম উদ্দিন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি মো.আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. পারভেজ মিয়া, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. লতিফ মিয়া, হায়দার এ আলম, উপজেলা বিএনপি’র সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম (মুছা), উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ নূরুল আলম, সেক্রেটারি মুহাম্মদ জুবায়ের আহমদ, পৌরসভার হিসাব রক্ষক বিধান চন্দ্র দাস, অফিস সহকারী মিনহাজুল ইসলাম রায়হান, বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি’র নেতা-কর্মীসহ পৌরসভার কর্মচারীবৃন্দ।

পরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে পৌরসভা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করে পৌর শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করার পাশাপাশি বাজারের রাস্তা পরিস্কার করে এবং ফগার মেশিন দ্বারা মশা নিধন স্প্রে দেওয়া হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইয়াসিন খন্দকার বলেন, কুলিয়ারচর পৌরসভা’কে ডেঙ্গু মুক্ত রাখার লক্ষ্যে আজ ও আগামীকাল এ অভিযান চলবে। তিনি আরো বলেন, পৌরসভা পরিস্কার পরিছন্ন রাখার জন্য বিভিন্ন রাজনৈতিক দল ও সেচ্ছাসেবীদের আমন্ত্রণ জানানো হয়েছিল। তারা আমার ডাকে সারা দিয়ে আমাদের সাথে একাত্মতা প্রকাশ করে আজ আমাদের সাথে কাজ করছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ।

 

Комментариев нет


News Card Generator