close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

কুলাউড়ায় ট্রেন থেকে পড়ে গুরুতর আহত অজ্ঞাত যুবক, হাসপাতালে চিকিৎসাধীন..

Abdul Aziz avatar   
Abdul Aziz
অজানা পথ, অচেনা যাত্রী — চিনে থাকলে খবর দিন কুলাউড়া হাসপাতালে

কুলাউড়ায় ট্রেন থেকে পড়ে গুরুতর আহত অজ্ঞাত যুবক, হাসপাতালে চিকিৎসাধীন

এই মাত্র কুলাউড়ার স্কুল চৌমুহনী রেল গেইট এলাকায় ট্রেনের উপর থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন এক অজ্ঞাত যুবক। দুর্ঘটনার পর স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

আহত যুবক বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। জ্ঞান ফিরে আসার পর তিনি জানায়, তার নাম শুক্কুর মিয়া এবং তিনি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার বাসিন্দা।

 

যুবকটির পরিচয় সম্পর্কে কেউ নিশ্চিত হলে বা চিনে থাকলে অনুগ্রহ করে দ্রুত কুলাউড়া সরকারি হাসপাতালে যোগাযোগ করার অনুরোধ জানানো যাচ্ছে। পরিবার বা আত্মীয়দের কাছ থেকে খোঁজ মিললে তার চিকিৎসা ও পরিচর্যা আরও সহজ হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

Keine Kommentare gefunden