রবিবার (২৫ মে) বিকেলে লংলা ভ্যালী ক্লাব মাঠে একটি প্রীতি ফুটবল ম্যাচ চলছিল। খেলার একপর্যায়ে মাঠের পাশে হঠাৎ করে গাছের নিচ থেকে কিছু পড়ার শব্দ পাওয়া যায়। উপস্থিত দর্শক ও খেলোয়াড়রা দৌড়ে গিয়ে দেখতে পান, এক শিশু রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অভি মাঠের পাশের একটি গাছে উঠে পাখি নামানোর চেষ্টা করছিল। এ সময় দুর্বল ডাল ভেঙে গেলে সে নিচে পড়ে যায় এবং নাক দিয়ে প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে মোটরসাইকেলে করে কুলাউড়ার মুসলিম এইড হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত সিলেটের ইবনে সিনা হাসপাতালে স্থানান্তরের প্রস্তুতি চলছিল। কিন্তু এর আগেই শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
অভির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশী ও আত্মীয়স্বজনদের মাঝে নেমে এসেছে গভীর বিষাদ। ছোট্ট শিশুটির এমন করুণ মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না।