close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

কুখ্যাত চাদাঁবাচ নুরুন্নাহার এর বোন সেফালির ইয়াবার কারবার..

MD Ridoy shikder avatar   
MD Ridoy shikder
হৃদয় শিকদার: আশুলিয়া
আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়ন এর ৬নং ওর্য়াড এর ভূইয়া কলোনী যেন মাদকের এক হট স্পট হয়ে উঠেছে। আওয়ামী লীগের সাবেক ৬নং ওর্য়াডের মেম্বার আবু সাদেক ভূইয়া ও তার বড় ভাই আবুল হোসেন..

কলোনী গুলো দখল করে আছে মাদকের এক ভংয়কর ডিলার   সাইফুল সেফালি দম্পতি। 
দিন দিন এদের এই মাদকের ডিলারের দৌরত্ত বেড়েই চলেছে।  সম্প্রিতি আই নিউজ বিডির  এর হাতে আসা ভিডিও তে দেখা যাচ্ছে সাইফুল সেফালি দম্পতি এক সাথে বসে ইয়াবা সেবনে ব্যবহৃত ফয়েল পেপার কাটতেছে অপর একটি ভিডিওতে দেখা যাচ্ছে  সেফালি বেগম এক যুবকের কাছে ৫০০ টাকার বিনিময়ে ভংয়কর মাদক ইয়াবা বিক্রি করতেছে।  

যেনে রাখা ভালো এই সেফালি কিন্তু আশুলিয়ার রপ্তানি একালার কুখ্যাত চাদাবাজ নুরুন্নাহারের আপন বোন। 
নুরুন্নাহারের দাপটে আগে থেকেই তার বোন  সেফালি ও বোন  জামাই  সাইফুল মাদক ব্যবসা করে আসতেছে।   নুরুন্নাহার ছিলো আওয়ামী লীগের ভংয়কর এক দালাল।  
আওয়ামী লীগ থাকা কালিন সময় নুরুন্নাহার বিভিন্ন আওয়ামী লীগ নেতাদের সাথে মিল তাল দিয়ে চালিয়ে গেছে তার চাঁদাবাজি তার ক্ষমতা বলে  তার আপন বোন চালিয়ে গেছে মাদকের সাম্রাজ্য। এই সাইফুল সেফালি যদি ছোট খাটো মাদক বিক্রেতা ভেবে থাকেন তাহলে ভুল করবেন গত দুই (২) বছর আগেও সেফালি বিপুল পরিমান হেরোইন সহ গ্রেপ্তার হয়ে  তেরো (১৩) মাস  কারাগারে ছিলেন।  বর্তমানে তার বোন নুরুন্নাহার ও দুলাভাই রুবেল একাধিক ছাত্র হত্যা মামলায় কারাগারে রয়েছে। 


দুশ্চিন্তার বিষয় হচ্ছে ভূইয়া কলোনী এভাবে সবার সামনে ওপেন ভাবে সাইফুল সেফালি  মাদক বিক্রি করলেও প্রশাসনের কোন হস্তক্ষেপ দেখা যাই না বলে জানান এলাকা বাসি।  

তবে কি কখনই শেষ হবে না ভূইয়া কলনির এই জীবন ধ্বংসের  মাদকের বেচা বিক্রি।  এভাবেই কি সবার সামনে থেকেও  বেচে যাবে সাইফুল, সেফালির মতো মাদক বিক্রেতা।  এলাকাবাসির দাবি সাইফুল ও সেফালিকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনে ভাদাইলের এই ভূইয়া কলোনী কে মাদক মুক্ত করা হোক 

कोई टिप्पणी नहीं मिली