close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

কুখ্যাত আদম ব্যবসায়ী আবুল হোসেন

হাবিবুর রহমান avatar   
হাবিবুর রহমান
সোনারগাঁও থানার কাঁচপুর আদম ব্যবসায়ী আবুল হোসেন পেশায় আদম প্রতারণা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁও থানা পশ্চিম‌বেহাকৈর সচিব রোডে একটি বাড়ি নির্মাণ করে, আবুল হোসেন(৫৫) নামে এই ব্যাক্তি বসবাস করে আসছেন,বিগত দিনে

আবুল হোসেনের ব্যাপারে বহু আলোচিত গুঞ্জন শোনা যায় , আবুল হোসেনের দেশের বাড়ী নোয়াখালী,তিনি পেশায় একজন রেমিট্যান্স যোদ্ধা হিসেবে সর্ব মহলে পরিচিতি পায় , মাঝে মধ্যে ইতালি, সিংগাপুর, কাতার, দুবাই বিভিন্ন রাষ্ট্রে অবৈধ পথে লোক পাঠিয়ে থাকেন,তেমনি একদিন সোনারগাঁও কাঁচপুর এলাকার বসবাসকারী রিপন,সহ আরো ৪/৫/জন ব্যাক্তি এসে কাঁচপুর মর্ডান হাসপাতালের সামনে আবুল হোসেন কে দেখতে পেলে, আবুল হোসেন কে রিপন সহ ৪,৫, ইতালি বিষয় কথা বলেছেন , আবুল হোসেন,রিপন সহ আরো ৪,৫,জনের কাছ থেকে ত্রিশ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এখন আর ইতালিতে পাঠাতে পারেনাই,রিপন সহ আরো ৪,৫,জন এলাকার কিছু গন্যমান্য ব্যক্তিবর্গ কে ঘটনাস্থলে উপস্থিতি জনতার সামনে জিগ্যাস করিলে,তাদের আরো এক মাস সময় দেন এবং একশত টাকার তিনটি নন জুডিশিয়াল ষ্টাম্পে লিখিত সাইন করেন যদি তাদের একমাসের মধ্যে ইতালি না পাঠাতে পারেন তাহলে সবার টাকা আবুল হোসেন ফিরত দিবেন ,প্রতারক আবুল হোসেন রিপন সহ আরো ৩ জনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১০৪ ধারা মামলা রুজু করে তাঁদের হয়রানি করেন এবং তাদের কষ্টের টাকা কাঁচপুর এলাকার কিছু ক্ষমতা লোভী সন্ত্রাসী কিছু নেতাদের দিয়ে রিপন কে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে এই সন্ত্রাসী আবুল হোসেন একটার পর একটা তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করেন, সোনারগাঁও থানায় মিথ্যা অভিযোগ করেন এবং সোনারগাঁও এসআই সহিদকে দিয়ে মোটা অংকের টাকা খাইয়ে তাদের গ্রেফতার করার চেষ্টা করে, প্রসাশনের ভুমিকা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে, প্রসাশনের এই আচরণে রিটন সহ ৪,৫,জনের পরিবার আতংকে দিন কাটাচ্ছেন,এই আবুল হোসেনের বিরুদ্ধে অতি দ্রুত সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত আসামিদের বের করে তাঁদের শাস্তি দাবি করেন এলাকাবাসী ও রিপন ও সবার পরিবার:আই নিউজ বিডি সবার আগে সব মুহূর্তে 

 

Hiçbir yorum bulunamadı