খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগের লক্ষ্যে প্রাপ্ত আবেদনসমূহ যাচাই-বাছাই ও সুপারিশ প্রণয়ন করতে সভা আহ্বান করেছে সার্চ কমিটি। আগামী বুধবার (২ জুলাই) এ সভা অনুষ্ঠিত হবে।
রোববার (২৯ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাশেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভাইস-চ্যান্সেলর নিয়োগের জন্য গঠিত সার্চ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে বিকাল সাড়ে ৩টায়, বাংলাদেশ সচিবালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে (কক্ষ নং: ১৮১৫, ভবন-৬)। সভায় সভাপতিত্ব করবেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।
রিপোর্টার
রুদ্র বিশ্বাস
খুলনা