কুড়িগ্রামগামী বাস যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ,সেনাবাহিনী কর্তৃক ব্যবস্থা গ্রহন..

Jahangir Alam avatar   
Jahangir Alam
কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা সভাপতিতে অনুষ্ঠিত এক সভায় ঈদকে সামনে রেখে সর্বসম্মতিক্রমে বাস ভাড়া নির্ধারণ করা হয়।..


জাহাঙ্গীর আলম,স্টাফ রিপোর্টার... 
ঈদে নাড়ীর টানে ঘর মুখো মানুষগন যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারে এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের জন্য কুড়িগ্রামে দায়িত্বরত সেনাবাহিনী টহল এবং তল্লাশী কার্যক্রম জোরদার করেছে। এরই অংশ হিসেবে আজ ৫ জুন (বৃহস্পতিবার) দুপুরে  কুড়িগ্রাম সেনা ক্যাম্পের চৌকস ক্যাম্প কমান্ডার-এর নেতৃত্বে একদল সেনাবাহিনী কুড়িগ্রামের শাপলা চত্ত্বর এলাকায় ঢাকা থেকে কুড়িগ্রামগামী শ্যামলী কোচে তল্লাশী চালায়।এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় মালিক পক্ষের কাছ থেকে জরিমানা আদায় সহ যাত্রীদের কাছ থেকে নেয়া অতিরিক্ত ভাড়া ফেরত দেয়া হয়। কুড়িগ্রামে সেনাবাহিনীর এমন ইতিবাচক কার্যক্রমে বাড়ী ফেরা বাস যাত্রীগন স্বস্তির নিশ্বাস ফেলেছে। 

প্রসঙ্গক্রমে উল্লেখ্য- গতকাল ৪জুন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা সভাপতিতে অনুষ্ঠিত এক সভায় ঈদকে সামনে রেখে সর্বসম্মতিক্রমে বাস ভাড়া নির্ধারণ করা হয়। ওই সভায় জানানো হয়েছিল যে সকল বাস মালিক অতিরিক্ত বাস ভাড়া আদায় করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সেনা ক্যাম্পের কমান্ডার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়, কুড়িগ্রাম জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ কফিল উদ্দিন, কুড়িগ্রাম জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী ঐক্য জোটের সদস্য সচিব আমিনুর রহমান ও পুলিশ সুপারের প্রতিনিধি, বিআরটিএ কর্মকর্তা    , সাংবাদিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সিভিল প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাগণ।

没有找到评论