close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অভিযান চালিয়ে ২৩৬৮ পিস ইয়াবা সহ দুই মাদক কারবারি আটক..

Pavel Mia avatar   
Pavel Mia
****

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অভিযান চালিয়ে ২৩৬৮ পিস ইয়াবা সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন, ১.শাহ আলম (৪০), পিতা মফিজ উদ্দিন,সাং ধানাইদহপাড়া, থানা লালপুর, জেলা নাটোর, ২. সানজিদা ইয়াসমিন (২০) পিতা সেলিম রেজা, সাং রুপপুর(নতুন রুপপুর), থানা ঈশ্বরদী, জেলা পাবনা 

 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Hiçbir yorum bulunamadı