close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

কুড়িগ্রামের চরাঞ্চলে তরুণদের জলবায়ু ধর্মঘট। 

abrar Labib avatar   
abrar Labib
শুক্রবার (২৯ আগস্ট, ২০২৫), কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চর পার্বতীপুরে অনুষ্ঠিত হলো তরুণদের নেতৃত্বে জলবায়ু ধর্মঘট । ..

স্থানীয় তরুণদের চর গবেষণা ও এডভোকেসি মূলক সংগঠন জাষ্টিস ফর চর’স এন্ড লোকাল রিসার্চ এই আয়োজন করেন (JFCLR)।

 এ কর্মসূচিতে চরাঞ্চলের সব বয়সের শিশু-নারী,পুরুষ সহ বিভিন্ন চর থেকে আসা আগত প্রায় তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, নদীভাঙন, বন্যা, কৃষিজমি হারানোসহ জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাবে চরাঞ্চলের মানুষ দিন দিন নিঃস্ব হয়ে পড়ছে। তবুও জাতীয় বাজেট ও উন্নয়ন পরিকল্পনায় চরের সংকটের প্রতিফলন নেই বললেই চলে।

অনুষ্ঠানে উপস্থিত জনপ্রতিনিধি, স্থানীয় মানুষ ও তরুণরা সরকারের কাছে স্পষ্ট দাবি জানান—

চরাঞ্চলের জন্য আলাদা বাজেট বরাদ্দ নিশ্চিত করতে হবে।
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জরুরি ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
চরবাসীর পুনর্বাসন, শিক্ষা ও কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে হবে।

সমাবেশে অংশ নেন—

জনাব আলহাজ্ব আব্দুল গফুর, চেয়ারম্যান, যাত্রাপুর ইউনিয়ন পরিষদ
জনাব মো: আইয়ুব আলী সরকার,সাবেক চেয়ারম্যান, যাত্রাপুর ইউপি।
জনাব মো: আব্দুল আউয়াল ইউপি সদস্য, ৪নং ওয়ার্ড, যাত্রাপুর।

আয়োজক জাষ্টিস ফর চর এন্ড লোকাল রিসার্চ পরিচালক স্বপন কুমার সরকার জানান, চরবাসী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলেও তাদের কণ্ঠস্বর কোথাও প্রতিফলিত হয় না।
আমাদের প্রয়োজন দীর্ঘমেয়াদী গবেষণা ও বাজেট বরাদ্দ।

कोई टिप्पणी नहीं मिली