close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

কুড়িগ্রামে ৩৯ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার 

Pavel Mia avatar   
Pavel Mia
২৬ জুলাই ২০২৫ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ৩৯ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল এবং মাদক বিক্রির নগদ অর্থসহ মোঃ সাগর খান (২১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।..

 


কুড়িগ্রাম প্রতিনিধি: গতকাল শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে ফুলবাড়ী থানাধীন ৪ নং বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা মহাবিদ্যালয় মাঠে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।
ডিবি কুড়িগ্রামের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এই মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত সাগর খান ফুলবাড়ী বড়ভিটা এলাকার বাসিন্দা।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডিবি কুড়িগ্রামের দল ফুলবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ৩৯ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
এ ঘটনায় কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। ওসি বজলার রহমান আরও বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে তাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

لم يتم العثور على تعليقات