close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

কুড়িগ্রামে ২৫ পিস ইয়াবাসহ একজন আটক

abrar Labib avatar   
abrar Labib
কুড়িগ্রামের নাগেশ্বরী থানাধীন ভিতরবন্দ থেকে ২৫ পিস ইয়াবাসহ মো. সাইফুল ইসলাম (২৮) নামে এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে জেলা পুলিশ।..

গতকাল শুক্রবার (০২ আগস্ট) বিকাল আনুমানিক ৫টা ৩০ মিনিটে নাগেশ্বরী থানার অন্তর্গত ভিতরবন্দ ইউনিয়নের দেবীপুর পন্ডিতপাড়া এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

অভিযানটি পরিচালনা করেন নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস দল। এ সময় সাইফুল ইসলামের কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবি’র অফিসার ইনচার্জ মো. বজলার রহমান। তিনি বলেন, “মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে শুক্রবারের অভিযানে সাইফুলকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।”

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত সাইফুল ইসলাম ওই এলাকারই বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে জেলা জুড়ে অভিযান আরও জোরদার করা হবে।

No se encontraron comentarios