কুড়িগ্রাম প্রতিনিধিঃ পানিমাছকুটি গ্রামে এ ঘটনা ঘটে।নিহত নাঈম ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয় অষ্টম শ্রেণির ছাত্র। সে ওই গ্রামের আব্দুল খালেকের পুত্র।
এলাকাবাসী সূত্রে জানা গেছে,নাঈম ইসলাম শুক্রবার ১২ টার দিকে বাড়ির পাশে বড় একটি জাম গাছে জামপাড়ার জন্য ব্যাগ নিয়ে উঠে,জাম পাড়তে পাড়তে একসময় গাছের ডাল ভেঙে মাটিতে পড়ে যায়,এ সময় পরিবারের লোক ও এলাকাবাসী তাৎক্ষণিক নাঈমকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে নাঈমের শারীরিক অবস্থা অবনতি হওয়ায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার তাকে রংপুরের রেফার্ড করে, ফুলবাড়ী থেকে রংপুর যাওয়ার সাতমাথা নামক স্থানে নাঈমের মৃত্যু হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান, এ ব্যাপারে ফুলবাড়ী থানায় একটি ডিউটি মামলা দায়ের করা হয়েছে ।