close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

কুড়িগ্রামের চরাঞ্চলবাসীর জীবনমান উন্নয়ন করতে হবে-ডিসি নুসরাত সুলতানা..

Jahangir Alam avatar   
Jahangir Alam
চরাঞ্চলে দুধের উৎপাদন বৃদ্ধি, বিপণন ব্যবস্থা জোরদার এবং চরের সমস্যা চিহ্নিত করার জন্য নতুন একটি কমিটি গঠন করা হবে। ..
 
 
 জাহাঙ্গীর আলম,স্টাফ রিপোর্টার :
কুড়িগ্রামের নদ-নদী অববাহিকার চরাঞ্চলবাসীর জীবনমান উন্নয়নের জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। চরাঞ্চলে দুধের উৎপাদন বৃদ্ধি, বিপণন ব্যবস্থা জোরদার এবং চরের সমস্যা চিহ্নিত করার জন্য নতুন একটি কমিটি গঠন করা হবে। 
আজ রোববার (পহেলা জুন ২০২৫) বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
কুড়িগ্রাম জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মো: হাবিবুর রহমানের সভাপতিত্বে  অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি কুড়িগ্রামের পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন- গবাদি পশু কেন্দ্রিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখন নদীপথে এবং চরাঞ্চলে গবাদিপশু চুরি-ডাকাতি বন্ধ হয়েছে। নদীপথে এবং চরাঞ্চলে যারা চুরি ডাকাতি সহ নানাবিধ অপরাধ করতো তাদেরকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 
আলোচনা সভায় দুধের বহুবিধ ব্যবহার সম্পর্কে ডিজিটাল স্ক্রিনে প্রেজেন্টেশন করেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা সুজন কুমার রায়। উন্মুক্ত আলোচনায় অংশ নেন- কুড়িগ্রাম জেলা বিএনপির ১ নং যুগ্ন আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ন আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী ঐক্য জোটের সদস্য সচিব ও জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুর রহমান, মাই টিভির জেলা প্রতিনিধ আশরাফুল হক রুবেল, কুড়িগ্রাম ডেইরি এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট সুজিত চন্দ্র চক্রবর্তী ও খামারী রিনা বেগম প্রমুখ। 
আলোচনা সভায় বক্তাগনের প্রশ্নের উত্তর দেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মো: হাবিবুর রহমান। 
আলোচনা সভা শেষে জেলা প্রশাসক নুসরাত সুলতানা বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে রচনা, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১৫ জনের হাতে পুরস্কার তুলে দেন। 
আলোচনা সভার আগে জেলা প্রশাসক নুসরাত সুলতানার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়।
Комментариев нет