close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ক্ষেতলালে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

M Rasel Ahmed avatar   
M Rasel Ahmed
ক্ষেতলালে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন
'কৃষিই সমৃদ্ধি' এ স্লোগানকে সামনে রেখে ২০২৫–২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ইনব্রিড ও হাইব্রিড জাতের শাকসবজির বীজ  বিতরণের উদ্বোধন হয়েছে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায়।
 
আজ সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত। এতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুর রহমান, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা উম্মে সালমা ও স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা।
 
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, রবি মৌসুমে বসতবাড়ি ও মাঠে শাকসবজি উৎপাদন বাড়াতে কৃষক পর্যায়ে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। এর লক্ষ্য হলো কৃষকের উৎপাদন ব্যয় কমিয়ে ফসলের ফলন বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা।
 
উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, কৃষকদের স্বাবলম্বী করতে এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা ধরে রাখতে এ প্রণোদনা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 
 
উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুর রহমান বলেন, সরকারি এই সহায়তার মাধ্যমে রবি মৌসুমে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সবজি উৎপাদন দ্বিগুণ করা সম্ভব হবে।
 
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক উপস্থিত থেকে তাঁদের প্রাপ্ত বীজ গ্রহণ করেন।
 
 
কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator