close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ক্ষে পে ময়ূখকে গা ধা বললেন ভারতীয় অভিনেতা, নেট দুনিয়ায় স্ট্যাটাস ভাইরাল....

Mamun Sorder  avatar   
Mamun Sorder
টালিউডের জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী এবার মুখ খুললেন বিতর্কিত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষকে ঘিরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে রসিকতা করে কটাক্ষ করলেন এমনভাবে, যা মুহূর্তেই ভাইরাল হয়ে উঠেছে। নেটিজেনদের অন..

বাংলাদেশবিরোধী মন্তব্য করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ভারতের রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। কিন্তু এবার শুধু সাধারণ দর্শক বা বাংলাদেশের মানুষ নন, বরং কলকাতার বহু বিশিষ্ট ব্যক্তি ও সেলিব্রিটিরাও তার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন। সেই তালিকায় সর্বশেষ যুক্ত হলেন টালিউডের বিখ্যাত অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।

২৫ এপ্রিল, শুক্রবার দুপুরে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ব্যঙ্গাত্মক পোস্ট করেন ঋত্বিক। লেখেন—
"ধরুন একটা গাধার নাম দিলেন ময়ূর আর তাকে কালারফুল করতে পাশে বসালেন রঞ্জন, তাহলে পুরোটা হল ‘ময়ূররঞ্জন’।”

এই লেখাটি পড়ে নেটিজেনদের একাংশ বুঝে নেন, এটি সরাসরি না হলেও স্পষ্টভাবে ইঙ্গিত করছে সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষের দিকেই। অভিনেতার এমন রসিকতা অনেকের কাছে ঠাট্টার খোরাক হলেও, আবার অনেকেই এটিকে বলছেন, “বর্ষসেরা ব্যঙ্গাত্মক স্ট্যাটাস”। পোস্টটি দ্রুতই ভাইরাল হয়ে যায় বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে।

অনেকে কমেন্ট করে লেখেন—ঋত্বিক তো একেবারে ছুঁয়ে দিলেন জ্বলন্ত জায়গায়!”

এমন ব্যঙ্গ খুব কম দেখা যায়। ময়ূখ এবার বুঝবে আসল জবাব কাকে বলে।”

ময়ূখ রঞ্জন ঘোষ বর্তমানে রিপাবলিক বাংলা চ্যানেলের সিনিয়র এডিটর ও ইনপুট প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তিনি বাংলাদেশ ও বাঙালি সংস্কৃতি নিয়ে কিছু মন্তব্য করেছিলেন, যা বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। শুধু তাই নয়, কলকাতার বেশ কিছু বুদ্ধিজীবী ও সংস্কৃতিকর্মীরাও তার বক্তব্যের নিন্দা করেছেন।

 পুরনো বিতর্কের ছায়া

এটাই প্রথম নয়। এর আগেও ময়ূখ বিতর্কে জড়িয়েছিলেন টালিউডের সুপারস্টার দেব এবং অভিনেত্রী রুক্মিণী মৈত্র-এর সঙ্গে ছবি তোলা নিয়ে। সেই সময়েও নেট দুনিয়ায় তাকে নিয়ে ব্যাপক ট্রল শুরু হয়েছিল। অনেকেই মনে করছেন, বারবার ইচ্ছাকৃতভাবে বিতর্ক তৈরি করেই হয়তো নিজের পরিচিতি বাড়ানোর চেষ্টা করছেন তিনি।

টালিউড থেকে তীব্র বার্তা

ঋত্বিক চক্রবর্তী শুধুমাত্র অভিনয়ের জন্যই নন, বরং তার বুদ্ধিদীপ্ত মতামতের জন্যও পরিচিত। তার এমন ব্যঙ্গাত্মক পোস্টে এবার বোঝা যাচ্ছে, টালিউডের অন্দরেও সাংবাদিক ময়ূখ রঞ্জনের মন্তব্য ভালোভাবে গ্রহণ করা হয়নি।

ঋত্বিকের এই স্ট্যাটাসের পর অনেক বিশিষ্টজন তার পাশে দাঁড়িয়েছেন। এক সাংস্কৃতিক কর্মী লেখেন—ময়ূররঞ্জন তো বটেই, এইসব তথাকথিত সাংবাদিকদের এখনই নিয়ন্ত্রণে আনা দরকার।”

 নেটিজেনদের প্রতিক্রিয়া

পোস্টটি ভাইরাল হতেই হাজার হাজার লাইক, শেয়ার এবং কমেন্টে ভরে গেছে। কেউ কেউ মজার ছলে লিখেছেন—

 

ঋত্বিক এবার জোরে মেরে দিলেন! গাধা analogy একদম ফাটাফাটি।”

 

সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষের বিতর্কিত মন্তব্য থেকে শুরু করে ঋত্বিক চক্রবর্তীর শ্লেষপূর্ণ স্ট্যাটাস—পুরো ঘটনায় এখন আলোচনার ঝড় উঠেছে দুই বাংলার মিডিয়া ও সামাজিক মাধ্যমে।

No comments found


News Card Generator