ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে পরিচালিত ছয় মাসব্যাপী বেসিক কম্পিউটার প্রশিক্ষণ শেষে ৬০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সার্টিফিকেট বিতরণ করেছে কসবা স্কলার ইনস্টিটিউট।
শনিবার (২ আগস্ট) দুপুরে স্থানীয় ফুড প্যালেস রেস্টুরেন্টে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কসবা স্কলার ইনস্টিটিউটের পরিচালক মো. সালাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কসবা প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন।
স্কলার ইনস্টিটিউটের পরিচালক গোলাম কিবরিয়া মুন্নার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কসবা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্টের এপিপি এডভোকেট ইয়াকুব আলী আনসারি, সিরাজুল হক স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক শরিফ আহমেদ সরকার এবং কসবা সার্চ অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কাইমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাহবুবুর রহমান, আইসিটি প্রশিক্ষক জয় চন্দ্র দেব, ইংরেজি প্রশিক্ষক হোসাইন আহমদ এবং প্রশিক্ষণার্থী মো. তামিমুর রহমান, মোছা. হালিমা আক্তার ও জুমান্না আক্তার।
বক্তারা বলেন, আধুনিক যুগে তথ্যপ্রযুক্তি শিক্ষা অপরিহার্য। কসবা স্কলার ইনস্টিটিউট প্রশিক্ষণার্থীদের দক্ষ করে গড়ে তুলতে যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।