ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বৃহস্পতিবার (১৪ আগস্ট) সবুজ সংঘ নামক একটি সংগঠনের উদ্যোগে কোরআনের হাফেজ শিক্ষার্থীদের বিশেষ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উক্ত বৃত্তি বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি লোকমান হোসেন পলা। প্রধান অতিথি ছিলেন কসবা উজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম। মো. শাখাওয়াৎ হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, কসবা প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন, এ সময় উপকারভোগী হাফেজ শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারি ও বেসরকারিভাবে শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি থাকলেও হাফেজ শিক্ষার্থীদের জন্য এ ধরণের ব্যবস্থা নেই। সবুজ সংঘের এ উদ্যোগকে তারা সাধুবাদ জানান।
পরে হাফেজ শিক্ষার্থীরা অনুষ্ঠানে প্রধান অতিথির নিকট থেকে এককালীন শিক্ষাবৃত্তি গ্রহণ করেন।
উল্লেখ্য সংগঠনটি ২০২১ সাল থেকে উপজেলায় অসহায় ও প্রতিবন্ধী ভাতা, হাফেজ শিক্ষার্থীদের শিক্ষাভাতা, এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের ফর্মফিলাপের ফি, ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করে আসছে
close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
No comments found