close

লাইক দিন পয়েন্ট জিতুন!

করতোয়া নদীতে গোসল করতে নেমে ২ বন্ধু নিখোঁজ!

Md Mamunur Rashid avatar   
Md Mamunur Rashid
১ জন জীবিত উদ্ধার

বগুড়ার শেরপুরে করতোয়া নদীতে ৩ বন্ধু গোসল করতে নেমে দুই বন্ধু নিখোঁজ হবার পরে একজনকে জীবিত উদ্ধার করা হলেও হৃদয় হাসান (১৪) নামে অপর এক কিশোর এখনো নিখোঁজ রয়েছে। হৃদয়ের খোঁজে এসে নদীপাড়ে স্বজনদের আহাজারিতে বাকরুদ্ধ হয়ে পড়েছে পুরো এলাকা। শনিবার সকাল ১১টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের রহমান নগর এলাকায় করতোয়া নদীতে গোসলে নেমে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
এলাকাবাসি সূত্রে জানা যায়, হৃদয় হাসান, নিরব ও সৌরভ নামের তিন বন্ধু মিলে করতোয়া নদীতে গোসল করতে আসে। এ সময় তারা নদী পার হওয়ার চেষ্টা করলে হঠাৎ স্রোতের তীব্রটানে দুইজন তলিয়ে যায়। এতে সৌরভ নামের একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও হৃদয় এখনো নিখোঁজ রয়েছে। হৃদয় রহমান নগরের দুলাল হোসেনের ছেলে ও ঢাকায় একটি কে.জি স্কুলের ৮ম শ্রেনীর ছাত্র বলে জানা গেছে। তারা ছুটিতে গ্রামের বাড়ীতে বেড়াতে এসেছিল।খবর পেয়ে হৃদয়ের বাবা-মা ও বোন সহ অন্যান্য আত্মীয় স্বজন এসে খুঁজছেন। তাদের আহাজারিতে নদীপাড়ের আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। হৃদয় বিদারক এ ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। শেরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাচ্ছেন। এখনো নিখোঁজ হৃদয়ের সন্ধানে নদীতে তল্লাশি অব্যাহত রয়েছে।

نظری یافت نشد


News Card Generator