সত্যজিৎ দাস:
মৌলভীবাজারের কুলাউড়ায় এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ও উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সোমবার (৪ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রায় ছয় শতাধিক শিক্ষার্থী সংবর্ধিত হন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবির কুলাউড়া উপজেলা শাখার সভাপতি আতিকুর রহমান তারেক। যৌথভাবে সঞ্চালনা করেন পশ্চিম শাখার সভাপতি আশরাফুল ইসলাম শাহরিয়ার ও দক্ষিণ শাখার সভাপতি তিহান তালুকদার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা আমির ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মো. রিয়াজুল ইসলাম, পল্টন থানা জামায়াতের আমির শাহিন আহমদ খান, কুলাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল মুন্তাজিম,জেলা ছাত্রশিবির সভাপতি এম ফরিদ উদ্দিন,সাবেক সভাপতি হাফেজ তাজুল ইসলাম,আব্দুল মুমিত ও নিজাম উদ্দিন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. সাঈদ এনাম, বিশিষ্ট ব্যবসায়ী সেলুর রহমান এবং জালালাবাদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুর।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক আব্দুল ওয়াহিদ,কুলাউড়া সরকারি কলেজ শাখার সভাপতি মোজাহিদুল ইসলাম এবং সংবর্ধিত শিক্ষার্থী ওবায়দুল্লাহ তাহসিন ও হুমায়রা জান্নাত মুক্তা মৌমি।
সংবর্ধনা অনুষ্ঠানে জলপ্রপাত শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় সংগীত পরিবেশিত হয়। পুরো আয়োজনজুড়ে ছিল সম্মাননা,অনুপ্রেরণা এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির বার্তা।