করিমগঞ্জে মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন 'সেবা(SEBA)'র ব্যতিক্রমধর্মী ত্রাণসহায়তা..

KUTUB UDDIN AHMED avatar   
KUTUB UDDIN AHMED
আজ করিমগঞ্জের উত্তর উলুখলা গ্রামে মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন 'সেবা(SEBA)'র উদ্যোগে ব্যতিক্রমধর্মী ত্রাণসহায়তা প্রদানের এক ইভেন্ট সফলভাবে বাস্তবায়ন হয়েছে।..

 

আজ ৫ মে, ২০২৫ খ্রিঃ, করিমগঞ্জের উত্তর উলুখলা গ্রামে মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন 'সেবা(SEBA)'র উদ্যোগে উপজেলার নোয়াবাদ ইউনিয়নের বাসিন্দা ছোট ছোট ফুটফুটে ৩টি সন্তানসহ ৫ সদস্য বিশিষ্ট সহায় সম্বলহীন পরিবারের একমাত্র উপার্জনকারী দীর্ঘদিন যাবত দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত মোঃ বাবুল মিয়ার পরিবারের জন্য সেবা(SEBA)'র পক্ষ থেকে প্রয়োজনীয় কিছু বাজার এবং চিকিৎসার জন্য নগদ অর্থ হস্তান্তর ইভেন্ট অত্যন্ত সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে।

উক্ত পরিবারের জন্য প্রয়োজনীয় কিছু বাজার প্যাকেজে যা ছিল...

1. চাল: ২ বস্তা

2. মুড়ি: ১ বস্তা

3. আলু: ১০ কেজি

4. আটা: ১০ কেজি

5. পেঁয়াজ: ৮ কেজি

এবং আরও অনেক আইটেম।

ইভেন্ট সফল ভাবে বাস্তবায়নে দেশ ও প্রবাস থেকে সহায়তা প্রদানকারী সেবার সকল শুভাকাঙ্ক্ষী-সদস্যগণের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে সংগঠনের নেতৃবৃন্দ। বাস্তবায়নের পর সেবা সদস্য মাওলানা মহিব্বুল্লাহ রুবেল ভাই দোয়া করেন রোগীর সুস্থতা ও তার পরিবারের জন্য। আল্লাহ তায়ালা সবার মানবিক কার্যক্রমগুলোর সফলতা কবুল করুন।

কৃতজ্ঞতা জানানো হয়েছে- SEBA (Social Endeavor for Better Advancement).

#জয়_হোক_সেবার #জয়_হোক_মানবতার #SEBA_সেবা #চিকিৎসা_সহায়তা_ইভেন্ট_২০২৫

कोई टिप्पणी नहीं मिली